World Hindu Federation Bangladesh

Discover the Soul of Hinduism: Enlightening Minds, Inspiring Hearts

Who We Are

The World Hindu Federation Bangladesh serves as a unifying platform for Hindu communities across Bangladesh, fostering solidarity, empowerment, and cultural preservation. Committed to promoting the rich heritage, values, and traditions of Hinduism, the federation works towards advocating for the rights and interests of Hindus, promoting interfaith dialogue, and contributing to the social and economic development of Hindu communities.

Through its various initiatives, the World Hindu Federation Bangladesh strives to create a harmonious society where diversity is celebrated, and all individuals can thrive irrespective of their religious affiliations.

বিশ্ব হিন্দু ফেডারেশনের লক্ষ্য ও উদ্দেশ্য

01.

— ধর্মীয় সংস্কৃতির বিকাশ সাধন

সনাতন হিন্দু সম্প্রদায়ের সকল প্রকার ধর্মীয় উৎসব সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কৃতির বিকাশ সাধনে কাজ করা।

02.

— সামাজিক অধিকার প্রতিষ্ঠিত করা

বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সামাজিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা।

03.

— বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী, স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তি, দল এবং গোষ্ঠির সঙ্গে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগির ভূমিকা পালন করা।

04.

— স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা

 হিন্দুদের ধর্মীয় উৎসব পালন কিংবা হিন্দুদের যে কোনো প্রকারের বিপদ দুর্যোগকালীন সময়ে সরকারের সংশ্লিষ্ট দফতর এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান, বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতামূলক কাজ করা।

05.

— হিন্দু ধর্ম প্রচারে

সারা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

06.

— সমাজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা

মানবাধিকার, সাংবিধানিক সমঅধিকার মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ জাতির সেবায় আত্মনিয়োগ এবং সমাজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।

WHF