World Hindu Federaton Bangladesh

Discover The Soul Of Hinduism: Enlightening Minds, Inspiring Hearts

লক্ষ্য ও উদ্দেশ্য

01.

— ধর্মীয় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপন

সনাতন হিন্দু সম্প্রদায়ের সকল প্রকার ধর্মীয় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কৃতির বিকাশ সাধনে কাজ করা।

02.

— ধর্মীয় ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত করা

বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা।

03.

— বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগির ভূমিকা পালন করা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী, স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তি, দল এবং গোষ্ঠির সঙ্গে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগির ভূমিকা পালন করা।

04.

— সহযোগিতামূলক কাজ করা

হিন্দুদের ধর্মীয় উৎসব পালন কিংবা হিন্দুদের যে কোনো প্রকারের বিপদ ও দুর্যোগকালীন সময়ে সরকারের সংশ্লিষ্ট দফতর এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান, বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতামূলক কাজ করা।

05.

— হিন্দু ধর্ম প্রচার

সারা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

06.

— হিন্দুদের ধর্মান্তরিত প্রতিরোধ

সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ কিংবা অপকৌশলে বা জোড়পূর্বক হিন্দুদের ধর্মান্তরিত প্রতিরোধ করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা।